গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সমাজকল্যাণ মন্ত্রণালয়
সমাজসেবা অধিদফতর
উপতত্ত্বাবধায়কের কার্যালয়
সরকারি শিশু পরিবার (বালিকা), গাইবান্ধা
“সিটিজেন চার্টার”
সেবার নাম |
|
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
|
প্রয়োজনীয় কাগজপত্র |
|
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফর্ম প্রাপ্তিস্থান |
|
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
|
উর্ধ্বতন কর্মকর্তার পদবি, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
|
|
|
|
|
|||||||
-অনূর্ধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম মেয়ে শিশুদের প্রতিপালন। -পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে এতিম মেয়ে শিশুদের লালন-পালন। -শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। -নিবাসীদের শারীরিক, মানসিক ও মানবিক উৎকর্ষ সাধন। -নিবাসীদের স্বাস্থ্যরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। -ধর্মীয়, নৈতিক ও আচার-আচরণগত শিক্ষা প্রদান। -বিনোদনমূলক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকান্ড পরিচালনা করা। -নিবাসীদেরকে পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। |
|
-শিশু পরিবারে ভর্তিরজন্য আবেদনপত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ১ মাসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্তকরণ।
-শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান। |
|
-আবেদনকারীর পিতার মৃত্যু-সনদের সত্যায়িত ফটোকপি। -আবেদনকারীর জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। -আবেদনকারীর পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি। -অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। -অভিভাবকের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি। |
|
-উপতত্ত্বাবধায়কের কার্যালয়, সরকারি শিশু পরিবার (বালিকা), গাইবান্ধা
-উপজেলা সমাজসেবা কার্যালয় (সকল) -জেলা সমাজসেবা কার্যালয় (সকল) -ওয়েবসাইটঃ sspg.gaibandha.gov.bd
|
|
বিনামূল্যে |
উপতত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালিকা), গাইবান্ধা ০১৩২৪২৩১৩৮৮ ই-মেইলঃ dys. sspg.gaibandha @gmail.com
|
|
উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, গাইবান্ধা ই-মেইলঃ dd. gaibandha @dss.gov.bd |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS